০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এই চিঠি পাঠানো হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজে এই তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার হুমকি পেয়ে শাহবাগ থানায় জানানো হয়েছে।

তিনি জানান, এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছিলেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) দেবরাজ চক্রবর্তী জানান, এখনো জিডি এন্ট্রি করা হয়নি। তবে অ্যার্টনি জেনারেলের কার্যালয়ের লোকজন থানায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর সরকারের প্রধান আইন কর্মকর্তার মেয়ে শিশির কণাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ০১:৫৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এই চিঠি পাঠানো হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজে এই তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার হুমকি পেয়ে শাহবাগ থানায় জানানো হয়েছে।

তিনি জানান, এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছিলেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) দেবরাজ চক্রবর্তী জানান, এখনো জিডি এন্ট্রি করা হয়নি। তবে অ্যার্টনি জেনারেলের কার্যালয়ের লোকজন থানায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর সরকারের প্রধান আইন কর্মকর্তার মেয়ে শিশির কণাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।