০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ : থানায় অভিযোগ বাবার

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করেছেন তার বাবা।

রোববার (৫ জানুয়ারি, ২০২০) রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দিলেও তা মামলা হিসেবে রেকর্ড হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সোমবার দুপুরে ক্যন্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক বলেন, ‘ওই শিক্ষার্থীর বাবা রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। তবে তা এখনো রেকর্ড করা হয়নি। আমরা তার সঙ্গে কথা বলেছি। ঘটনা কী ঘটেছিল তা জানার চেষ্টা চলছে।

জানা গেছে, ওই শিক্ষার্থী রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় তার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বাস থেকে নামার পর অজ্ঞাত কয়েকজন ব‌্যক্তি তার মুখ চেপে ধরে। এতে তিনি জ্ঞান হারান। এরপর তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

তিনি ক্যাম্পাসের একটি সংগঠনের সঙ্গে জড়িত। এই ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ক্যাম্পাস। রাতেই ধর্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ : থানায় অভিযোগ বাবার

প্রকাশিত : ০১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করেছেন তার বাবা।

রোববার (৫ জানুয়ারি, ২০২০) রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দিলেও তা মামলা হিসেবে রেকর্ড হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সোমবার দুপুরে ক্যন্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক বলেন, ‘ওই শিক্ষার্থীর বাবা রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। তবে তা এখনো রেকর্ড করা হয়নি। আমরা তার সঙ্গে কথা বলেছি। ঘটনা কী ঘটেছিল তা জানার চেষ্টা চলছে।

জানা গেছে, ওই শিক্ষার্থী রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় তার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বাস থেকে নামার পর অজ্ঞাত কয়েকজন ব‌্যক্তি তার মুখ চেপে ধরে। এতে তিনি জ্ঞান হারান। এরপর তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

তিনি ক্যাম্পাসের একটি সংগঠনের সঙ্গে জড়িত। এই ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ক্যাম্পাস। রাতেই ধর্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান