বরিশালের বানারীপাড়া উপজেলায় বাসের ধাক্কায় মাহিন্দ্রর (থ্রি হুইলার) দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় মাহিন্দ্র চালকসহ দুজন আহত হন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নরউত্তমপুর এলাকার সুকান্ত বাবু স্মৃতি সংসদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জোনাকী নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে বানারীপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মাহিন্দ্রকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রর দুই যাত্রী নিহত হন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আহত দুই যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।




















