১০ লাখ টাকা চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় একটি ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানার এস আই মাসুদ রানা।
আটক পাঁচ সন্ত্রাস হলেন, আউকপাড়া এলাকার সাদ্দাম, রফিক, মনির, দুলাল। এছাড়া একজনের নাম জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ১ ডিসেম্বর রাতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামে মেসার্স মোল্ল্যা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে এ হামলা ও লুটপাট চালায় সাদ্দাম ও তার সঙ্গীরা। সন্ত্রাসীরা এ সময় একজনকে কুপিয়ে ও দুজনকে পিটিয়ে আহত করে।
পরে এ ঘটনায় ব্যবসায়ী আবু সুফিয়ান মিঠু সাদ্দামকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে আজ ওই পাঁচ সন্ত্রাসীকে আটক করলো আশুলিয়া থানা পুলিশ।
সন্ত্রাসীদের আটক করায় স্থানীয়রা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
আশুলিয়া থানার এস আই মাসুদ রানা জানান, আটক সন্ত্রাসীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




















