০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে রাজধানী

শুক্রবার সকাল থেকেই রাজধানীতে দেখা নাই সূর্য্যের। এরই মধ্যে আবার শনিবার সূর্য্যের লুকোচুরির সাথে যোগ হলো বৃষ্টির নাচন। বৃষ্টির নাচনে ধীরে ধীরে ভিজছে শহর। নিয়ে আসছে শীতের কাঁপুনি।

শুক্রবার রাত ১২টার পর থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টি থামেনি শনিবার সকাল বেলায়ও। অগ্রহায়ণের শেষ দিকের এ বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তাও। যদিও শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে শীত জেকে বসার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপটির অবশ্য সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা খুব কম। এর প্রভাবে দেশের উপকূল অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়া তাপমাত্রাও কিছুটা বাড়বে। তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলে শীত বাড়বে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে রাজধানী

প্রকাশিত : ১১:২২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

শুক্রবার সকাল থেকেই রাজধানীতে দেখা নাই সূর্য্যের। এরই মধ্যে আবার শনিবার সূর্য্যের লুকোচুরির সাথে যোগ হলো বৃষ্টির নাচন। বৃষ্টির নাচনে ধীরে ধীরে ভিজছে শহর। নিয়ে আসছে শীতের কাঁপুনি।

শুক্রবার রাত ১২টার পর থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টি থামেনি শনিবার সকাল বেলায়ও। অগ্রহায়ণের শেষ দিকের এ বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তাও। যদিও শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে শীত জেকে বসার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপটির অবশ্য সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা খুব কম। এর প্রভাবে দেশের উপকূল অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়া তাপমাত্রাও কিছুটা বাড়বে। তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলে শীত বাড়বে।