কুয়াশা আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই নির্বাচনের প্রচারণায় নেমেছেন ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা। শনিবার সকালে পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচারণা শুরু করেন দক্ষিন সিটির আওয়ামী লীগ মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। উত্তর সিটির আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম দুপুর ১২টার পর মিরপুর শাহ আলীর মাজার থেকে প্রচারণা শুরু করেন।
এছাড়া উত্তরা আজমপুর থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। আর দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচার শুরু হবে কমলাপুর রেল স্টেশন থেকে।
এসময় তাবিথ আউয়াল বলেন, সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনে বিজয় নিশ্চিত করে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, এই সরকারের মুখে উন্নয়নের বুলি থাকলেও বাস্তবে কোনো উন্নয়ন হচ্ছে না। চলছে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট আর অপশাসন। নগরবাসী ট্যাক্স দিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছেন না। তাই দেশনেত্রী খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে বিজয় করে সরকারের সকল অপকর্মের জবাব দেবেন ভোটাররা।
তাবিথ বলেন, ভোটাররা দুর্নীতি, অপশাসন ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তারা এর জবাব চায়, বিচার চায়। সেই বিচার আমরা জনগণকে নিয়ে করব। ঢাকাকে বাঁচাতে আমাদের সকল পরিকল্পনা শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়তে তুলতে হবে।
তাবিথের নির্বাচনী প্রচারণায় অংশ নেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ৫০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএম রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
















