ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন এলাকায় জামালপুরগামী তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুর সোয়া ১টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।
তিনি জানান, এদিন সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ৯৯১ ট্যাঙ্ক স্পেশাল ট্রেনটি জামালপুরের পাওয়ার প্ল্যান্টের অভিমুখে যাত্রা করে।
পরে সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশনে যাওয়ার পর ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে সব রকমের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আরো জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জামালপুর ও দেওয়ানগঞ্জ জগন্নাথঘাটগামী তিস্তা, অগ্নিবীনা, কমিউটার ও ধলেশ্বরী এক্সপ্রেস আটকে রয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষ করতে রাত হতে পারে।




















