ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জন। রোববার সকালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামের চেম্বারে তাদের অপেক্ষা করতে দেখা গেছে।
ব্যারিস্টার আমীর-উল-ইসলামের চেম্বার সূত্রে জানতে পেরেছে, হাইকোর্টে ছয়জনের জামিন আবেদনের প্রস্তুতি চলছে। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম। তিনি তাদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেবেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























