০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

লেমিনেটেড পোস্টার বন্ধের নির্দেশ

সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আজ থেকে তদারকিরও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) এ নির্দেশ দেয়া হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ঢাকা শহর ছেয়ে গেছে লেমিনেটেড পোস্টারে। পরিচ্ছন্ন সবুজ নগরী উপহার দেয়ার কথা বললেও বাস্তবিক অর্থে কেউ ভাবছেন না বিষয়টি নিয়ে।

প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হলেও বৃষ্টি, কুয়াশা, আর্দ্রতা কিংবা ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষা করার জন্য তারা প্লাস্টিকের ব্যবহার করছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশ শর্তে বলেছেন, ‘ঢাকার প্রতিদিনকার বর্জ্য অপসারণ করতেই আমাদের হিমশিম খেতে হয়। এগুলো (লেমিনেটেড পোস্টার) অপসারণ করতে আমরা আরও বিপদে পড়বো।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক জানিয়েছেন, রাস্তার টোকাইরা এসব পোস্টার এবং প্লাস্টিক সংগ্রহ করে এখানে-সেখানে ফেলে রাখে। এক সময় শহরের যত্রতত্র এই প্লাস্টিক ছড়িয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লেমিনেটেড পোস্টার বন্ধের নির্দেশ

প্রকাশিত : ০৪:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০

সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আজ থেকে তদারকিরও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) এ নির্দেশ দেয়া হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ঢাকা শহর ছেয়ে গেছে লেমিনেটেড পোস্টারে। পরিচ্ছন্ন সবুজ নগরী উপহার দেয়ার কথা বললেও বাস্তবিক অর্থে কেউ ভাবছেন না বিষয়টি নিয়ে।

প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হলেও বৃষ্টি, কুয়াশা, আর্দ্রতা কিংবা ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষা করার জন্য তারা প্লাস্টিকের ব্যবহার করছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশ শর্তে বলেছেন, ‘ঢাকার প্রতিদিনকার বর্জ্য অপসারণ করতেই আমাদের হিমশিম খেতে হয়। এগুলো (লেমিনেটেড পোস্টার) অপসারণ করতে আমরা আরও বিপদে পড়বো।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক জানিয়েছেন, রাস্তার টোকাইরা এসব পোস্টার এবং প্লাস্টিক সংগ্রহ করে এখানে-সেখানে ফেলে রাখে। এক সময় শহরের যত্রতত্র এই প্লাস্টিক ছড়িয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান