ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লেবাননের পুলিশ জল-কামান ও টিয়ারশেল ব্যবহার করে। এসময় বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট-পাথর ছুঁড়ে প্রতিবাদ জানায়।
আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, লেবাননে বসবাসরত শত শত ফিলিস্তিনি এ বিক্ষোভ অংশ নেন এবং তারা সংঘের্ষ জড়িয়ে পড়েন।
বিক্ষুব্ধ জনতা আরব নেতাদেরকে ইঙ্গিত করে স্লোগান দিয়েছেন যে, তারা ফিলিস্তিনিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, লেবাননে আজকের (রোববার) বিক্ষোভ শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে আয়োজন করা হয় নি বরং আরব নেতাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি তারা নতুন করে ইন্তিফাদা শুরু ও কথিত শান্তি আলোচনা বাতিলের জন্য ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জাানিয়েছেন।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন; পাশাপাশি তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে সরিয়ে নেয়ার ঘোষণা দেন যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী।
ট্রাম্পের এ ঘোষণায় সারা বিশ্বে নিন্দা, প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে।

























