০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

টুইটার আপডেট করলেই বিপদ!

মাইক্রোব্লগিং সাইট টুইটারের অ্যানড্রয়েড সংস্করণে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আর তাই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে ৮.২৮ সংস্করণ ডাউনলোড করলেই ক্র্যাশ বা বন্ধ হয়ে যাচ্ছে টুইটার।

এ জন্য ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণটি ডাউনলোড না করার অনুরোধ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

হালনাগাদ অ্যানড্রয়েড অ্যাপের ত্রুটি মেরামতে কাজ শুরু হয়েছে। তবে যাঁরা এরই মধ্যে সংস্করণটি ডাউনলোড করেছেন তাঁদের Settings > Apps > Twitter > Storage and cache > Clear Storage > Clear Cache অপশন থেকে ক্যাশ পরিষ্কার করে পুনরায় টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

টুইটার আপডেট করলেই বিপদ!

প্রকাশিত : ০৪:০০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০

মাইক্রোব্লগিং সাইট টুইটারের অ্যানড্রয়েড সংস্করণে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আর তাই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে ৮.২৮ সংস্করণ ডাউনলোড করলেই ক্র্যাশ বা বন্ধ হয়ে যাচ্ছে টুইটার।

এ জন্য ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণটি ডাউনলোড না করার অনুরোধ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

হালনাগাদ অ্যানড্রয়েড অ্যাপের ত্রুটি মেরামতে কাজ শুরু হয়েছে। তবে যাঁরা এরই মধ্যে সংস্করণটি ডাউনলোড করেছেন তাঁদের Settings > Apps > Twitter > Storage and cache > Clear Storage > Clear Cache অপশন থেকে ক্যাশ পরিষ্কার করে পুনরায় টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান