০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

একসঙ্গে অভিনয় করবে তৈমুর-আব্রাম

জন্মের সঙ্গে সঙ্গে তারকা হয়ে গেছে তারা। কোনও কিছু বোঝার আগেই লাইম লাইটে সাইফ-কারিনা পুত্র তৈমুর। পিছিয়ে নেই বলিউড বাদশাহের ছোটপুত্র আব্রামও। তৈমুর এখনও হাঁটতে শেখেনি আর আব্রাম সবে ৪ বছরে পড়েছে। এরই মধ্যে তাদের ছবি করার খবর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

শাহরুখ আর কারিনা নাকি জানিয়েছে তাদের ছেলেরা একসঙ্গে অভিনয় করবে। শাহরুখের একটি টক শোয়ে অতিথি হয়ে এসেছিলেন কারিনা কাপুর। সেখানেই শাহরুখ কারিনাকে বলেন, ‘‌আমি কাপুরদের সঙ্গে বেশি অভিনয় করিনি একথা তুমি বারবার বল। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ছেলেরা একসঙ্গে অভিনয় করবে। ’‌

তাতে নাকি কারিনা নাকি তাতে সম্মতি জানিয়ে বলেছেন, অবশ্যই। এখানে কোনও দ্বিধা নেই যে ওরা একসঙ্গে অভিনয় করবে।

দু’‌জনেই সুন্দর দেখতে। তৈমুর আর আব্রাম যে একসঙ্গে অভিনয় করবে তা নিশ্চিত। তবে সেটা কবে সেটা তারাই বলতে পারবেন। ‌‌

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

একসঙ্গে অভিনয় করবে তৈমুর-আব্রাম

প্রকাশিত : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

জন্মের সঙ্গে সঙ্গে তারকা হয়ে গেছে তারা। কোনও কিছু বোঝার আগেই লাইম লাইটে সাইফ-কারিনা পুত্র তৈমুর। পিছিয়ে নেই বলিউড বাদশাহের ছোটপুত্র আব্রামও। তৈমুর এখনও হাঁটতে শেখেনি আর আব্রাম সবে ৪ বছরে পড়েছে। এরই মধ্যে তাদের ছবি করার খবর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

শাহরুখ আর কারিনা নাকি জানিয়েছে তাদের ছেলেরা একসঙ্গে অভিনয় করবে। শাহরুখের একটি টক শোয়ে অতিথি হয়ে এসেছিলেন কারিনা কাপুর। সেখানেই শাহরুখ কারিনাকে বলেন, ‘‌আমি কাপুরদের সঙ্গে বেশি অভিনয় করিনি একথা তুমি বারবার বল। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ছেলেরা একসঙ্গে অভিনয় করবে। ’‌

তাতে নাকি কারিনা নাকি তাতে সম্মতি জানিয়ে বলেছেন, অবশ্যই। এখানে কোনও দ্বিধা নেই যে ওরা একসঙ্গে অভিনয় করবে।

দু’‌জনেই সুন্দর দেখতে। তৈমুর আর আব্রাম যে একসঙ্গে অভিনয় করবে তা নিশ্চিত। তবে সেটা কবে সেটা তারাই বলতে পারবেন। ‌‌