জেলার রায়পুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সিমু আক্তার নামে এক গৃহবধূ । শুক্রবার (৭ফেব্রুয়ারি) রাতে রায়পুর শহরের মাতৃছায়া হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে তাদের জন্ম হয়।
সিমু আক্তার ওই উপজেলার চরআবাবিল ইউপির ক্যাম্পের বড়চর গ্রামের দিনমজুর নাসির আহমেদের স্ত্রী।
এ প্রসঙ্গে মাতৃছায়া হাসপাতালের পরিচালক আব্দুর রহমান তুহিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিমু আক্তার। নরমাল ডেলিভারিতে মা ও সন্তানদের মৃত্যুঝুঁকি ছিল।
হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে, একটি মেয়ে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ ও ঝুঁকিমুক্ত রয়েছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















