তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি শনিবার (৮ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে জাসদ স্থায়ী কমিটির সদস্য অভিনেতা নাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এসময় জাসদের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এমপি বলেন, জঙ্গি,আগুন,সন্ত্রাস দমন করে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশকে প্রত্যাবর্তন করতে হবে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পুনরুত্থানের চক্রান্ত হচ্ছে। জাতির বিপদ এবং বৈষম্য হচ্ছে জাতির বেদনা। এই অভিশাপ, বিপদ বেদনা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দুর্নীতি-দলবাজি-বৈষম্যের অভিশাপ থেকে দেশকে বাঁচাতে সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে বিষাক্ত সাপ আর জামাত জঙ্গিরা হচ্ছে মানুষ রুপী দানব।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















