সুপারস্টার রজনীকান্তের জন্মদিন আজ। এই জন্মদিনের মধ্য দিয়ে তিনি ৬৭ বছরে পা দিলেন। জন্মদিন তিনিই একান্তে পরিবারের সঙ্গে আজকের দিনটি কাটাবেন৷ যদিও টাড় অগণতি অনুগামীরা ধুমধাম করে কেক কেটে পালন করছেন।
তবে এই প্রথম নয়৷ গত দু’বছর ধরে একরকম অন্তরালে থেকেই জন্মদিন পালন করছেন তিনি৷ তবে তাই বলে কি ফ্যানরা চুপচাপ বসে থাকবে৷ তাদের প্রিয় অভিনেতার জন্মদিন বলে কথা৷ রজনীকান্তের জন্মদিনের একদিন আগে থেকেই শুভেচ্ছা জানিয়ে পোষ্টার পড়েছে চেন্নাইতে৷ কিছু পোষ্টারে তলোয়ার হাতে রাজকীয় মেজাজে দেখা গিয়েছে রজনীকান্ত৷ আবার কিছু পোষ্টারে শুধু লেখা, ‘‘আমরা তোমার সঙ্গে আছি৷ তুমি এসো থালাইভা(নেতা)৷
সুপারস্টারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সাইক্লোন ওকির কারণে এবারও নিজের জন্মদিন ধুমধাম করে পালন করবেন না রজনীকান্ত৷ ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ুর ৫০০ মৎস্যজীবী এখনও নিখোঁজ৷ এপর্যন্ত ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে ওকি৷ তাই এবছর লোকচক্ষুর আড়ালে নিভৃতে জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা৷

























