০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জে আসছেন লন্ডনের মেয়র

যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র রওশন আরা জামান আসছেন মানিকগঞ্জের নিজ গ্রামে। তাকে বরণ করতে নানা প্রস্তুতি নিয়েছে গ্রামবাসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছবেন রওশন আরা। এরপর হেলিকপ্টারযোগে ফিরবেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে।

রওশন আরার ভাতিজা মোতালেব খান বলেন, তার ফুপুর আগমন উপলক্ষে এলাকায় সাজ সাজ রব চলছে। তাকে তিনদিন আলাদাভাবে সংবর্ধনা দেবেন বিভিন্ন সংগঠন। যে স্কুলে তিনি লেখাপড়া করেছিলেন, সেই স্কুল তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তাকে সংবর্ধনা দেবে প্রথম দিন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় ঈদগাঁ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র রওশন আরা বেগমকে তৃতীয় দিন সংবর্ধনা দেবে সুচিন্তিত নাগরিক ফোরাম নামে একটি সংগঠন।

উল্লেখ্য, রওশান আরার জন্ম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। তার বাবা প্রকৌশলী রজব আলী। তার বিয়ে হয় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা রেজাউর রহমান জামানের সঙ্গে। ২০১৯ সালের ১৪ মে রামগেটস শহরের মেয়র নির্বাচিত হন। রওশন আরা ওই শহরে এশীয় বংশোদ্ভুত প্রথম মেয়র। এর আগে লেবারপার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭ সালে আগে যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। অল্পভোটের ব্যবধানে ওই সময় পরাজিত হন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মানিকগঞ্জে আসছেন লন্ডনের মেয়র

প্রকাশিত : ০৪:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০

যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র রওশন আরা জামান আসছেন মানিকগঞ্জের নিজ গ্রামে। তাকে বরণ করতে নানা প্রস্তুতি নিয়েছে গ্রামবাসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছবেন রওশন আরা। এরপর হেলিকপ্টারযোগে ফিরবেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে।

রওশন আরার ভাতিজা মোতালেব খান বলেন, তার ফুপুর আগমন উপলক্ষে এলাকায় সাজ সাজ রব চলছে। তাকে তিনদিন আলাদাভাবে সংবর্ধনা দেবেন বিভিন্ন সংগঠন। যে স্কুলে তিনি লেখাপড়া করেছিলেন, সেই স্কুল তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তাকে সংবর্ধনা দেবে প্রথম দিন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় ঈদগাঁ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র রওশন আরা বেগমকে তৃতীয় দিন সংবর্ধনা দেবে সুচিন্তিত নাগরিক ফোরাম নামে একটি সংগঠন।

উল্লেখ্য, রওশান আরার জন্ম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। তার বাবা প্রকৌশলী রজব আলী। তার বিয়ে হয় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা রেজাউর রহমান জামানের সঙ্গে। ২০১৯ সালের ১৪ মে রামগেটস শহরের মেয়র নির্বাচিত হন। রওশন আরা ওই শহরে এশীয় বংশোদ্ভুত প্রথম মেয়র। এর আগে লেবারপার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭ সালে আগে যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। অল্পভোটের ব্যবধানে ওই সময় পরাজিত হন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ