রাত পোহালেই অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০১৮ এর নির্বাচন। এ উপলক্ষ্যে সারাদিন ক্যাম্পাস জোরে ছিল উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে ভোট চেয়েছেন ভোটারদের কাছে।
বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষদের সংগঠন সাদা দল থেকে কোন প্যানেল ঘোষনা করা হয়নি।
আওয়ামী সমর্থক শিক্ষকদের সংগঠন নীলদলের বিভাজিত দুই গ্রুপ থেকে ঘোষণা করা হয়েছে দুইটি প্যানেল। ১৫ টি পদের বিপরীতে লড়বেন দুই প্যানেল থেকে ৩০ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৬২৪।
একদিকে আছে সভাপতি পদে পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও সাধারণ সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর প্যানেল। অধ্যাপক ড.বাকী সদ্য বিদায়ী শিক্ষক সমিতির কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন।
এই প্যানেলের অন্যান্যরা হলেন,
সহ সভাপতি পদে ফিল্ম এন্ড টেলিভিশনের সহযোগী অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রসায়নেএরসায়নের সহযোগী অধ্যাপক ড. আবদুস সামাদ।
এই প্যানেলের সদস্য পদপ্রার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক ও কলা অনুষদের ডীন ড. মোঃ আতিয়ার রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম জলি, মাইক্রোবায়োলজির অধ্যাপক ড. শামীমা বেগম, উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার,আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জ্বল হোসেন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক শিল্লী রানী সাহা, প্রাণিবিদ্যার সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সমাজকর্মের প্রভাষক মোঃ রেজাউল করিম, মার্কেটিং এর প্রভাষক বিদ্যুৎ কুমার বালো, ফিন্যান্সের প্রভাষক মোঃ ইমরান হোসাইন।
নীলদলের এই গ্রুপ থেকে নির্বাচিত শিক্ষক সমিতির ২০১৫ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ” আমরা বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক সংগঠন। অসাম্প্রদায়িকতা, নারী নেতৃত্ব ও তারুণ্যনির্ভরতার সম্ন্বয়ে আমাদের এই প্যানেল ঘোষণা করা হয়েছে। আশা করি সম্মানিত ভোটারগণ তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব বাছাই করবেন।
নীল দলের অপর অংশ থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান কে সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে আরেকটি প্যানেপ ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের অন্যন্য পদে মনোনীত প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে রসায়নের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলআলম, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের এর সহযোগী মোহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দর্শণের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। সদস্য পদপ্রার্থীরা হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, মনোবিজ্ঞানের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, পরিসংখ্যানের অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. লীমা হক, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মোঃ ছগীর হোসেন খন্দকার, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মিজানুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম।
এই গ্রুপের সিনিয়র শিক্ষক ড. মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নের ত্যাগী ও প্রবীন শিক্ষকদের নিয়ে আমাদের প্যানেল ঘোষনা করা। অতিতেও আমরা শিক্ষকদের স্বার্থরক্ষা করেছি,নির্বাচিত হয়ে এলেও তার ধারাবাহিকতা রক্ষা করব।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ জহির উদ্দিন আরিফ বলেন, আমরা নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছি। মঙ্ সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত চলবে ভোটগ্রহণ।”


























