১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সালমান শাহ’র মৃত্যু, পিবিআই প্রতিবেদনে বিচারকের স্বাক্ষর

জনপ্রিয় নায়ক সালমান শাহ্ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন বিজ্ঞ বিচারক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের পর ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেছেন। ৩০ মার্চ মামলাটির তারিখ ধার্য রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংশ্লিষ্ট জিআর শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম বাবুল সকাল ১১ টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট শাখায় এ প্রতিবেদন জমা দেন।

মামলায় ৬০০ পাতার প্রতিবেদন জমা দেয়া হয় আদালতে এবং তিনটি আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামত হলো, ফ্যান ও দুইটি অডিও ক্লিপ।

এদিকে গতকাল (২৪ ফেব্রুয়ারি)  সালমান শাহর মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেশ করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দীর্ঘ এই তদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। সোমবার সালমান শাহর হত্যার রহস্য উদঘাটন নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার এসব তথ্য জানিয়েছিলেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে দেশীয় চলচ্চিত্র আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস, নিজস্বতার কারণে রাতারাতি তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন, যার অধিকাংশই ছিল সুপারহিট।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সালমান শাহ’র মৃত্যু, পিবিআই প্রতিবেদনে বিচারকের স্বাক্ষর

প্রকাশিত : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০

জনপ্রিয় নায়ক সালমান শাহ্ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন বিজ্ঞ বিচারক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের পর ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেছেন। ৩০ মার্চ মামলাটির তারিখ ধার্য রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংশ্লিষ্ট জিআর শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম বাবুল সকাল ১১ টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট শাখায় এ প্রতিবেদন জমা দেন।

মামলায় ৬০০ পাতার প্রতিবেদন জমা দেয়া হয় আদালতে এবং তিনটি আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামত হলো, ফ্যান ও দুইটি অডিও ক্লিপ।

এদিকে গতকাল (২৪ ফেব্রুয়ারি)  সালমান শাহর মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেশ করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দীর্ঘ এই তদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। সোমবার সালমান শাহর হত্যার রহস্য উদঘাটন নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার এসব তথ্য জানিয়েছিলেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে দেশীয় চলচ্চিত্র আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস, নিজস্বতার কারণে রাতারাতি তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন, যার অধিকাংশই ছিল সুপারহিট।

বিজনেস বাংলাদেশ/বিএইচ