রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫), রাজশাহীর মুন্নােফের মোড় এলাকার মৃত. ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫), অজ্ঞাত নারী (২২) এবং দেড় বছরের একটি শিশু।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতরা শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাজীপুরে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ আরও পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশু মারা যায়। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















