০১:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সুদের হার ৯ শতাংশ নির্ধারণের সার্কুলার কেন অবৈধ নয় : হাইকোর্ট

ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (০২ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদ হার ৯ শতাংশ বেঁধে দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, আগামী এপ্রিল থেকে নতুন সুদ হার কার্যকর হবে। এর ফলে নতুন ও পুরোনো সব ধরনের ঋণে সুদ হার হবে ৯ শতাংশ। ওই সার্কুলার চ্যালেঞ্জ করে জনস্বার্থে এক রিট আবেদন করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। তিনি আবেদনে নিজেকে আইনের ছাত্র হিসেবে পরিচয় দিয়েছেন।

আজ সেই রিট আবেদনের শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

সুদের হার ৯ শতাংশ নির্ধারণের সার্কুলার কেন অবৈধ নয় : হাইকোর্ট

প্রকাশিত : ০৬:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০

ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (০২ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদ হার ৯ শতাংশ বেঁধে দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, আগামী এপ্রিল থেকে নতুন সুদ হার কার্যকর হবে। এর ফলে নতুন ও পুরোনো সব ধরনের ঋণে সুদ হার হবে ৯ শতাংশ। ওই সার্কুলার চ্যালেঞ্জ করে জনস্বার্থে এক রিট আবেদন করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। তিনি আবেদনে নিজেকে আইনের ছাত্র হিসেবে পরিচয় দিয়েছেন।

আজ সেই রিট আবেদনের শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ