০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শুরু ১ এপ্রিল : ক্রীড়া প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে আগামী ১ লা এপ্রিল পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ গেমস আয়োজনের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার (০৩ মার্চ) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থ মন্ত্রী আহম মোস্তফা কামাল।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর। আর তাই মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবারকার বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি।

আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। গেমসটিতে এবার ৩১ টি ডিসিপ্লিনে প্রায় ১২,০০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করবে। দেশের ২০ টি ভেনুতে ইভেন্ট গুলো আয়োজিত হবে।

১ লা এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন।

সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজাসহ বিভিন্ন উপকমিটির আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শুরু ১ এপ্রিল : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে আগামী ১ লা এপ্রিল পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ গেমস আয়োজনের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার (০৩ মার্চ) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থ মন্ত্রী আহম মোস্তফা কামাল।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর। আর তাই মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবারকার বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি।

আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। গেমসটিতে এবার ৩১ টি ডিসিপ্লিনে প্রায় ১২,০০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করবে। দেশের ২০ টি ভেনুতে ইভেন্ট গুলো আয়োজিত হবে।

১ লা এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন।

সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজাসহ বিভিন্ন উপকমিটির আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ