১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

এসইও’র ৭২ তম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করল বিআইটিএম

বিআইটিএমের এসইও প্রাকটিক্যালের ৭২তম ব্যাচের ছবি

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) অধীনে এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)-এর তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে প্রাকটিক্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর প্রশিক্ষণ। আজ বুধবার ওই প্রশিক্ষণের ৭২তম ব্যাচের সমাপনী ক্লাস সম্পন্ন হয়েছে।

চলছে কেক কাটা
                                                                    ছবিতে চলছে কেক কাটা

এর আগে গত মাসের ১৫ নভেম্বর ক্লাস শুরু হয়। রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডিবিএল ভবনে শুরু হওয়া প্রশিক্ষণে ৩৫জন তরুণ-তরুণী অংশ নেন।

চলছে প্রেজেন্টেশন
                                                                            ছবিতে চলছে প্রেজেন্টেশন

সমাপনী দিনে ওই প্রজেক্টের শিক্ষক উত্তম কুমার সরকার প্রশিক্ষণার্থীদের কয়েকটি টিপস শিখিয়ে দিয়ে বলেন, এই টিপসগুলো মেনে চলছে খুব সহজে অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়াও পরিশ্রমের বিকল্প নেই। সফল হতে হলে সবাইকে অবশ্যই পরিশ্রমী হতে হবে।

বক্তব্য দিচ্ছেন ফারুক স্যার
                                                                                             ছবিতে বক্তব্য দিচ্ছেন ফারুক স্যার

সিনিয়র শিক্ষক মো. ফারুক বলেন, আমরা কেউ নিজেকে দুর্বল বা ছোট করে দেখবো না। আমাদের দেশের উন্নয়ন ও নিজেদের ভবিষৎ উজ্জ্বল করার জন্য নিজেদের যোগ্যতা দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, কোন কিছু শিখে শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চলবে না। আমরা যা শিখেছি তা কজে লাগাতে হবে। আমরা যদি নদীর এপারে দাঁড়িয়ে ভাবি পার হতে পারবো না, তাহলে হবে না, আমাদের পানিতে নেমেই নদী পার হতে হবে।

৭২তম ব্যাচের মান অফ দ্যা ব্যাচ নাজমুল আহসান কনক
                                                    ছবিতে ৭২তম ব্যাচের মান অফ দ্যা ব্যাচ নাজমুল আহসান কনক

এদিকে, সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে নাজমুল আহসান কনক নামের একজনকে ৭২তম ব্যাচের ‘মান অফ দ্যা ব্যাচ’ নির্বাচিত করা হয়।

পরে কনকের কাছে অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ধন্যবাদ বিআইটিএমকে। আমাকে মান অফ দ্যা ব্যাচ করার জন্য। ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় স্যারকে। তার সহযোগিতায় আমি আমার নিজের সাইটটাকে সবার সামনে উপস্থাপন করতে পেরেছি।

jae
                                                                        স্যারের সাথে শিক্ষার্থীরা 

 

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

এসইও’র ৭২ তম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করল বিআইটিএম

প্রকাশিত : ১০:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) অধীনে এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)-এর তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে প্রাকটিক্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর প্রশিক্ষণ। আজ বুধবার ওই প্রশিক্ষণের ৭২তম ব্যাচের সমাপনী ক্লাস সম্পন্ন হয়েছে।

চলছে কেক কাটা
                                                                    ছবিতে চলছে কেক কাটা

এর আগে গত মাসের ১৫ নভেম্বর ক্লাস শুরু হয়। রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডিবিএল ভবনে শুরু হওয়া প্রশিক্ষণে ৩৫জন তরুণ-তরুণী অংশ নেন।

চলছে প্রেজেন্টেশন
                                                                            ছবিতে চলছে প্রেজেন্টেশন

সমাপনী দিনে ওই প্রজেক্টের শিক্ষক উত্তম কুমার সরকার প্রশিক্ষণার্থীদের কয়েকটি টিপস শিখিয়ে দিয়ে বলেন, এই টিপসগুলো মেনে চলছে খুব সহজে অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়াও পরিশ্রমের বিকল্প নেই। সফল হতে হলে সবাইকে অবশ্যই পরিশ্রমী হতে হবে।

বক্তব্য দিচ্ছেন ফারুক স্যার
                                                                                             ছবিতে বক্তব্য দিচ্ছেন ফারুক স্যার

সিনিয়র শিক্ষক মো. ফারুক বলেন, আমরা কেউ নিজেকে দুর্বল বা ছোট করে দেখবো না। আমাদের দেশের উন্নয়ন ও নিজেদের ভবিষৎ উজ্জ্বল করার জন্য নিজেদের যোগ্যতা দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, কোন কিছু শিখে শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চলবে না। আমরা যা শিখেছি তা কজে লাগাতে হবে। আমরা যদি নদীর এপারে দাঁড়িয়ে ভাবি পার হতে পারবো না, তাহলে হবে না, আমাদের পানিতে নেমেই নদী পার হতে হবে।

৭২তম ব্যাচের মান অফ দ্যা ব্যাচ নাজমুল আহসান কনক
                                                    ছবিতে ৭২তম ব্যাচের মান অফ দ্যা ব্যাচ নাজমুল আহসান কনক

এদিকে, সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে নাজমুল আহসান কনক নামের একজনকে ৭২তম ব্যাচের ‘মান অফ দ্যা ব্যাচ’ নির্বাচিত করা হয়।

পরে কনকের কাছে অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ধন্যবাদ বিআইটিএমকে। আমাকে মান অফ দ্যা ব্যাচ করার জন্য। ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় স্যারকে। তার সহযোগিতায় আমি আমার নিজের সাইটটাকে সবার সামনে উপস্থাপন করতে পেরেছি।

jae
                                                                        স্যারের সাথে শিক্ষার্থীরা