১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলব: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা জঙ্গিবাদ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেই লক্ষে বাঙালি জাতীর বিশ্বাসের নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে রাজধানীর রায়ের বাজারে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, জামায়াতের বিষয় আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এখানে একটা জটিলতা আছে। আপিল বিভাগ রায় না দেয়া পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না।

একাত্তরে জাতির সূর্য সন্তানদের হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের আশা তাদের শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব না হলেও, সময়ের ব্যবধান অনেক কমবে।

ওবায়দুল কাদের বলেন, এই খুনিদের ছাড় দেয়া হবে না। এরা বাংলাদেশকেই মেরুদণ্ডহীন করে দিতে চেয়েছিল। যাতে এ দেশ শুরু থেকেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সে জন্য এই ঘৃণ্য কাজটি তারা সেদিন করেছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলব: কাদের

প্রকাশিত : ০১:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা জঙ্গিবাদ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেই লক্ষে বাঙালি জাতীর বিশ্বাসের নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে রাজধানীর রায়ের বাজারে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, জামায়াতের বিষয় আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এখানে একটা জটিলতা আছে। আপিল বিভাগ রায় না দেয়া পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না।

একাত্তরে জাতির সূর্য সন্তানদের হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের আশা তাদের শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব না হলেও, সময়ের ব্যবধান অনেক কমবে।

ওবায়দুল কাদের বলেন, এই খুনিদের ছাড় দেয়া হবে না। এরা বাংলাদেশকেই মেরুদণ্ডহীন করে দিতে চেয়েছিল। যাতে এ দেশ শুরু থেকেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সে জন্য এই ঘৃণ্য কাজটি তারা সেদিন করেছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ।