স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। ছোট একটি ভূখণ্ডে সাড়ে ১৬ কোটি মানুষের বাস। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এমনই একটি চ্যালেঞ্জ হলো রোহিঙ্গা সমস্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর বাংলাদেশ গড়বো।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর মগবাজারে নয়াটোলো-হাতিরঝিল সংযোগ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই মনে করে বাংলাদেশকে যদি মধ্যম আয়ের দেশ করতে হয়, জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে হয়, তাহলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।
এ সময়, বিভিন্ন স্মারক ও চুক্তির কারণে বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বুদ্ধিজীবী হত্যা মামলার আসামীদের দেশে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সব জটিলতা নিরসন করে, আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা সম্ভব হবে বলেও আশা জানান তিনি।
























