জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। দিনব্যাপী বিশেষ আয়োজনে সকাল ১০.৩০ মিনিটে প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘প্রজন্মে মুজিব আদর্শ’।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নজিবুর রহমান ছোটন ও তানজিলা আক্তার মিম। ছোটদের অনুষ্ঠান ‘আজ তোমার জন্মদিন’ প্রচার হবে ১১টায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ১১.৩০ মিনিটে এটিএন বাংলার বিএফডিসি স্টুডিও থেকে সরাসরি স¤প্রচার করা হবে ছোটদের অনুষ্ঠান ‘শততম জন্মদিন’। জ. ই. মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আব্দুস সাত্তার।
বেলা ১২.৩০ মিনিটে প্রচার হবে ভাস্বর বন্দোপাধ্যায় এর উপস্থাপনা এবং লানা খানের পচিলনায় অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’। বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘মহানায়কের বজ্রকণ্ঠ’ প্রচার হবে দুপুর ১.১৫ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। মুকাদ্দেম বাবুর পরিচালনায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘মুজিব বর্ষ ও সশস্ত্র বাহিনী’ প্রচার হবে ৩.০৫ মিনিটে। তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জীবন ঢূলী’ প্রচার হবে ৩.৫০ মিনিটে।
তথ্যচিত্র ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ প্রচার হবে সন্ধ্যা ৬.২০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। টক শো ‘শতবর্ষ’ প্রচার হবে রাত ৮ টায়। কেরামত উল্লাহ বিপ্লব এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।
রাত ৯ টায় প্রচার হবে তথ্যচিত্র ‘একখন্ড বাংলাদেশ’। এন আই খান উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। রুমানা আফরোজের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধু, আলো মাখা এক রবি’ প্রচার হবে রাত ১১টায় এছাড়াও দিবব্যপী ফিলার হিসেবে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের গাওয়া বঙ্গবন্ধু শিরোনামের গান এবং বরেণ্য ব্যক্তিদের শুভেচ্ছা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ