মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় পুলিশের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়। আর বিউগলে বেজে ওঠে করুণ সুর। পুলিশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আইজিপি একেএম শহীদুল হকসহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
এরপর মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান মিয়া এবং র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
























