ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের উদ্যোগে আয়োজিত আজকের (শনিবার) অনুষ্ঠানে অংশ নেন তেহরানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির লোকজন এবং দূতাবাসের ইরানি ও বাংলাদেশী কর্মকর্তা-কর্মচারি।
অনুষ্ঠানের শুরুতেই বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পাঠানো বাণী পড়ে শোনান দূতাবাসের কাউন্সেলর হুমায়ুন কবির, কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মাদ সবুর হোসেইন এবং দূতাবাসের কর্মকর্তা মামুনুর রশীদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেডিও তেহরানের সাংবাদিক গাজী আবদুর রশীদসহ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা। বিজয় দিবস উপলক্ষে ছড়া পড়ে শোনান সৈয়দ মূসা রেজা। এছাড়া কবিতা আবৃত্তি করেন আখতার জাহান এবং পুঁথি পাঠ করেন নাসির মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মজিবুর রহমান। আলোচনা শেষে বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া-মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দূতাবাসের কর্মচারি ক্বারি আবদুল মালেক।
























