০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নন্দিত চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন

আজ চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের জন্মদিন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি দীর্ঘ সময়ে দাপটের সঙ্গে একের পর এক সুপারহিট চলচ্চিত্র দর্শককে উপহার দেয়া নায়িকার নাম শাবনূর। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে অমর এক জুটির নাম সালমান-শাবনূর। সেই জুটির একজন তিনি। যদিও এখন আর চলচ্চিত্রে খুব বেশি নিয়মিত নন তিনি। কিন্তু ভক্তদের কাছে এখনো অনেক শ্রদ্ধা, ভালোবাসা, ভালোলাগার এক নাম শাবনূর।

এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ, বর্তমানে তার মা আছেন অস্ট্রেলিয়ায়। মাকে ছাড়া নিজের জন্মদিন উদযাপনের কোনো আগ্রহ নেই শাবনূরের।

তিনি বলেন, গত বছর অস্ট্রেলিয়ায় পরিবারের সব সদস্য মিলে জন্মদিন উদযাপন করেছি। এবার কেউ নেই। তাই জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাও নেই। তা ছাড়া কিছুদিন আগে আমি বেশ অসুস্থ ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি। সব মিলিয়ে জন্মদিনে কোনো আয়োজন করছি না। সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ আর সুন্দর থাকতে পারি। সবার সহযোগিতায় আমি আজকের শাবনূর হতে পেরেছি। আমি আমার জীবনে যা কিছু পেয়েছি, তার সবই চলচ্চিত্র থেকে। তাই চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।

প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরেই ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। তার পর জহিরুল হকের ‘তুমি আমার’ ছবিতে অভিনয় করেন চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

নন্দিত চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন

প্রকাশিত : ১২:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭

আজ চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের জন্মদিন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি দীর্ঘ সময়ে দাপটের সঙ্গে একের পর এক সুপারহিট চলচ্চিত্র দর্শককে উপহার দেয়া নায়িকার নাম শাবনূর। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে অমর এক জুটির নাম সালমান-শাবনূর। সেই জুটির একজন তিনি। যদিও এখন আর চলচ্চিত্রে খুব বেশি নিয়মিত নন তিনি। কিন্তু ভক্তদের কাছে এখনো অনেক শ্রদ্ধা, ভালোবাসা, ভালোলাগার এক নাম শাবনূর।

এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ, বর্তমানে তার মা আছেন অস্ট্রেলিয়ায়। মাকে ছাড়া নিজের জন্মদিন উদযাপনের কোনো আগ্রহ নেই শাবনূরের।

তিনি বলেন, গত বছর অস্ট্রেলিয়ায় পরিবারের সব সদস্য মিলে জন্মদিন উদযাপন করেছি। এবার কেউ নেই। তাই জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাও নেই। তা ছাড়া কিছুদিন আগে আমি বেশ অসুস্থ ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি। সব মিলিয়ে জন্মদিনে কোনো আয়োজন করছি না। সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ আর সুন্দর থাকতে পারি। সবার সহযোগিতায় আমি আজকের শাবনূর হতে পেরেছি। আমি আমার জীবনে যা কিছু পেয়েছি, তার সবই চলচ্চিত্র থেকে। তাই চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।

প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরেই ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। তার পর জহিরুল হকের ‘তুমি আমার’ ছবিতে অভিনয় করেন চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।