ঝালকাঠিতে একই পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এরা সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি গেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে তাদের করোনার পজেটিভ রিপোর্ট এসেছে। জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছে।
এর প্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই তিন জন একই বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। ঝালকাঠিতে এ পর্যন্ত ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে অনেকেই ঝালকাঠিতে গ্রামের বাড়ি ফিরেছেন। গত দুই দিনে প্রায় দুই শতাধিক মানুষ ফিরেছেন। এদের অনেকেই জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত।
ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ঝালকাঠিতে ফেরা ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















