১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নরসিংদীতে সংবাদ কর্মি-সিভিল সার্জন কর্মকর্তাসহ একদিনে করোনায় আক্রান্ত ১৬ জন

এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব  দেখা দিয়েছে নরসিংদীতে। নরসিংদী জেলায় আজ ১৩ই এপ্রিল ২০২০ সোমবার একদিনেই ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা ও ছয় কর্মচারী, একটি প্রাইভেট টেলিভিশনের সাংবাদিক ও সদর উপজেলার সেন্টারি অফিসারও রয়েছেন।
জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গতকাল রোববার ২৮ জনের নমুনা পরীক্ষা করান নরসিংদী সিভিল সার্জন। তার মধ্যে আজ ১৬ জন রোগীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।
নরসিংদী করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগেও ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তিনজন শনাক্ত হয়, আর ঢাকায় দুজন সব মিলিয়ে মোট পাঁচজন ছিল। তবে আজকে ২৮ জনের নমুনার পরীক্ষার মধ্যে ১৬ জনের পজিটিভ আসে।এ নিয়ে নরসিংদীতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২১ জন।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটুন জানান, ‘আমাদের অফিসের একজন কর্মকর্তা ও ছয়জন কর্মচারী আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আজকে ১৬ জন আক্রান্ত হয়েছে।’
এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ‘এখন আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। সাধারণ মানুষকে ঘরে রাখাটা এখন আমাদের চ্যালেঞ্জ। বাইরে বের হলে পরিস্থিতি খারাপ হবে।’সবাইকে সামাজিক দুরত্ত বজায় চলার পরামর্শ দেন।

 

ট্যাগ :

নরসিংদীতে সংবাদ কর্মি-সিভিল সার্জন কর্মকর্তাসহ একদিনে করোনায় আক্রান্ত ১৬ জন

প্রকাশিত : ০৩:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব  দেখা দিয়েছে নরসিংদীতে। নরসিংদী জেলায় আজ ১৩ই এপ্রিল ২০২০ সোমবার একদিনেই ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা ও ছয় কর্মচারী, একটি প্রাইভেট টেলিভিশনের সাংবাদিক ও সদর উপজেলার সেন্টারি অফিসারও রয়েছেন।
জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গতকাল রোববার ২৮ জনের নমুনা পরীক্ষা করান নরসিংদী সিভিল সার্জন। তার মধ্যে আজ ১৬ জন রোগীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।
নরসিংদী করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগেও ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তিনজন শনাক্ত হয়, আর ঢাকায় দুজন সব মিলিয়ে মোট পাঁচজন ছিল। তবে আজকে ২৮ জনের নমুনার পরীক্ষার মধ্যে ১৬ জনের পজিটিভ আসে।এ নিয়ে নরসিংদীতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২১ জন।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটুন জানান, ‘আমাদের অফিসের একজন কর্মকর্তা ও ছয়জন কর্মচারী আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আজকে ১৬ জন আক্রান্ত হয়েছে।’
এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ‘এখন আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। সাধারণ মানুষকে ঘরে রাখাটা এখন আমাদের চ্যালেঞ্জ। বাইরে বের হলে পরিস্থিতি খারাপ হবে।’সবাইকে সামাজিক দুরত্ত বজায় চলার পরামর্শ দেন।