নওগাঁর রানীণগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তার বয়স ২৫ বছর। তিনি নওগাঁ জেলায় প্রথম সনাক্ত করোনা রোগী।
বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান জানান, গত ২০ এপ্রিল ওই নার্সের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আইইডিসিআর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে।
তবে ওই নার্স কিভাবে আক্রান্ত হলেন সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এদিকে আইইডিসিআরের রিপোর্ট পাওয়ার পর করোনা আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা সহকর্মী পরিবারের সদস্য ও অন্যান্য ব্যাক্তিদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নার্সের আবাসস্থল লকডাইন করা হয়েছে। উল্লেখ্য , নওগাঁ জেলার ১১ টি উপজেলা থেকে এপর্যন্ত ৪০৫ জনের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিলো। এরমধ্যে এই প্রথম একটি নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















