শনিবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১০নং ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার এক পিএসআই করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এবং করোনা উপসর্গ দেখা দেওয়ায় আরো ৬ পুলিশকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ঐ বৃদ্ধার মৃত্যুর পর ভয়ে পরিবার এবং এলাকার কোন লোকজন কাছে আসছিলোনা। গত কয়েকদিন যাবৎ জ¦রে ভুগছিলেন বলে পরিবারের সাথে কথা বলে জানতে পেরে নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন নিজে লোকজন নিয়ে লাশের গোসলের ব্যবস্থা করেন এবং জানাযা দিয়ে দাফনের জন্য নিজেই ভ্যান চালিয়ে কবরস্থানে নিয়ে যায়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কাউন্সিলর ইফতেখার আলম খোকন ফেইসবুকে লাইভে এসে নিজেই বিষয়টি অবহিত করেন।লাইভে মানুষকে সচেতন করতে এসেছি উল্লেখ করে তিনি বলেন, এখনও সময় আছে, যারা ঘরে না থেকে অযথা বাইরে ঘোরাঘুরি করছেন তারা বাসায় থাকেন। নিজে নিরাপদ থাকেন পরিবারকে নিরাপদে রাখেন। এতোদিন আমাদের এলাকায় কোন করোনা রোগি ছিলেন না। এই বৃদ্ধারও করোনা ছিলো কিনা তাও জানিনা।
কিন্তু উনি জীবিত অবস্থায় অনেক স্থানে গিয়েছেন। যদি উনি করোনা নিয়ে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে সেটা আমাদের এলাকার জন্য নিরাপদ নয়। আমরা তার লাশ নেওয়ার জন্য ভ্যান গাড়ির চালককে ফোন করলে সেও ভয়ে আসতে চায়নি। পরে আমরা ভ্যানের তালা ভেঙ্গে নিজেরাই নিয়ে আসি।
অন্যদিকে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বলেন,৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে বিশেষভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।একজনের নমুনা পরীক্ষায় কেরোনা পজেটিভ এসেছে। এছাড়া বাকি সদস্যদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















