মুন্সীগঞ্জে নতুন করে একজন নারী করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তিনি করোনায় মারা যাওয়া পল্লী বিদ্যুতের লাইনম্যানের স্ত্রী।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্ত নারী সদর উপজেলার সিপাহীপাড়া এলাকা। তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। গেল ১৯ এপ্রিল অসুস্থ হয়ে মারা যান মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান। দাফনের আগে তার নমুনা সংগ্রহ করা হলে পরবর্তীতে তার করোনা শনাক্ত হয়।
এতে ওই লাইনম্যানের স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রোববার সকালে ৩৭ বছর বয়সি এ নারীর করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে ঢাকা আইইডিসিআর।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৪০১ জনের পরীক্ষার ফলাফলে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৫৫ জনের নমুনার ফলাফল এখনও আসেনি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















