ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে আসা রির্পোটে তার করোনা পজেটিভ আসে। কোন রোগীর সংস্পর্শে তার শরীরে করোনা ভাইরাস সংক্রমন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার। হাসপাতালে কর্মরত ১০ চিকিৎসকসহ ২৫ জনকে হোম কোয়ারান্টিইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.মুনীবুর রহমান জুয়েল জানান, করোনা শনাক্ত হওয়া ওই চিকিৎসক হাসপাতালের বহি:বিভাগ, ইমারজেন্সি ও আন্ত:বিভাগে রোগীদের সেবাদান করেছেন।
উল্লেখ্য যে, জেলায় এ নিয়ে ৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















