০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

‘ইন্সপেক্টর নটি.কে’ মুক্তি ১৯ জানুয়ারি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০২:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • 270

‘ইন্সপেক্টর নটি.কে’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও ওপার বাংলার সুপার স্টার জিৎ। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা অশোক পাতি। এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। সিনেমাটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়ার কথা শোনা যাচ্ছে। নির্মাতাসূত্রে জানা গেছে আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে।

১৮ ডিসেম্বর এ সিনেমার টাইটেল গান ইউটিউবে প্রকাশ করা হয়। গানটি লিখেছেন রাজা চন্দ। শুদ্ধ রায়ের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। গানে জিৎকে ইন্সপেক্টরের বেশে দেখা গেছে। তাকে গানে বাবা-মায়ের সঙ্গে নাচতেও দেখা গেছে।

অ্যাকশন ও কমেডি ঘরানার ছবিএই ছবিতে জিৎ-ফারিয়া দুজনকেই পুলিশের চরিত্রে দেখা যাবে। এর আগে এই জুটি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

‘ইন্সপেক্টর নটি.কে’ মুক্তি ১৯ জানুয়ারি

প্রকাশিত : ০২:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

‘ইন্সপেক্টর নটি.কে’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও ওপার বাংলার সুপার স্টার জিৎ। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা অশোক পাতি। এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। সিনেমাটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়ার কথা শোনা যাচ্ছে। নির্মাতাসূত্রে জানা গেছে আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে।

১৮ ডিসেম্বর এ সিনেমার টাইটেল গান ইউটিউবে প্রকাশ করা হয়। গানটি লিখেছেন রাজা চন্দ। শুদ্ধ রায়ের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। গানে জিৎকে ইন্সপেক্টরের বেশে দেখা গেছে। তাকে গানে বাবা-মায়ের সঙ্গে নাচতেও দেখা গেছে।

অ্যাকশন ও কমেডি ঘরানার ছবিএই ছবিতে জিৎ-ফারিয়া দুজনকেই পুলিশের চরিত্রে দেখা যাবে। এর আগে এই জুটি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন।