কুমিল্লার মুরাদনগর উপজেলার একই পরিবারের আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে একই পরিবারে ৫ জনসহ এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জন।
আক্রান্তরা হলেন, বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামের বাসিন্দা উপজেলার প্রথম আক্রান্ত লিটন মিয়ার পরিবারের সদস্য বিল্লাল হোসেন মেম্বার, তাঁর বাবা সিদ্দক (৮৫), মা মনি বেগম (৭১), ভাতিজা সাইমুন (১৬)। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নাজমুল আলম জানান, এ পর্যন্ত উপজেলায় ১১৪ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৬০টি যার ৬টি পজেটিভ এসেছে। এখনো অপ্রকাশিত রিপোর্ট রয়েছে ৫৪টি।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নটিকে লকডাউন ঘোষনা করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















