নওগাঁয় নতুন করে ১৫ জন রোগী করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে। এ পর্যন্ত নওগাঁ জেলায় মোট ১৭ করোনা রোগী সনাক্ত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা:আ.ম.আখতারুজ্জামান আলাল।
সনাক্তরা হলেন: সাপাহার উপজেলায় ৩ জন, রানীনগর উপজেলায় ৬ জন, মহাদেবপুর উপজেলায় ২জন, পোরশা উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ২জন ও আত্রাই উপজেলায় ৩ জন। সনাক্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, সনাক্তরা বেশীর ভাগই ঢাকাথেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লক্ষণ ছিল না।
জেলায় এ পর্যন্ত নওগাঁ থেকে মোট ৭৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৫১৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে থেকে ১৭ জনের করোনা ভাইরাসের ফলাফল পজেটিভ।এ নিয়ে জেলায় মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















