০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ময়মনসিংহ নতুন করে করোনা আক্রান্ত ১৮ জন

ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নতুন করে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ জানান, নতুন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপাতালের দুই চিকিৎসক, দুই নার্স ও ৮ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও জেলার সদরে এক চিকিৎসকসহ চারজন, নান্দাইলে একজন এবং জামালপুরে সরিষাবাড়িতে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৬৯ জনের মধ্যে, ময়মনসিংহে ১৪৪ জন, জামালপুরে ৫৯ জন, নেত্রকোনায় ৩৬ জন এবং শেরপুরে ৩০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এর মধ্যে বিভাগে এ পর্যন্ত ৫৩ জন চিকিৎসক, ১৬৯ জন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ নতুন করে করোনা আক্রান্ত ১৮ জন

প্রকাশিত : ০২:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নতুন করে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ জানান, নতুন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপাতালের দুই চিকিৎসক, দুই নার্স ও ৮ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও জেলার সদরে এক চিকিৎসকসহ চারজন, নান্দাইলে একজন এবং জামালপুরে সরিষাবাড়িতে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৬৯ জনের মধ্যে, ময়মনসিংহে ১৪৪ জন, জামালপুরে ৫৯ জন, নেত্রকোনায় ৩৬ জন এবং শেরপুরে ৩০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এর মধ্যে বিভাগে এ পর্যন্ত ৫৩ জন চিকিৎসক, ১৬৯ জন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ