মুন্সীগঞ্জে নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১ মে) সকালে জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ এই তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় আজ পর্যন্ত নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদরে ৮ জন, সিরাজদিখানে ৯, টঙ্গীবাড়িতে ২, গজারিয়ায় ২, শ্রীনগরে একজন, লৌহজংয়ে একজন করোনা আক্রান্ত রোগী আছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২-এ। এদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩৯ জন, টঙ্গীবাড়িতে ১২, সিরাজদিখানে ২৩, গজারিয়ায় ১২, লৌহজংয়ে ৬ ও শ্রীনগর উপজেলায় ১০ জন করোনা রোগী রয়েছেন।
এছাড়া, এই পর্যন্ত জেলাতে সুস্থ হয়েছেন চারজন। তারা হলেন— সিরাজদিখানের আবিরপাড়ার গীতা রানী পাল (৭০) ও তার পুত্র দীপক পাল (২৬), শ্রীনগরের ফৈনপুরের মো. মহিউদ্দিন (৬০) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের পানাম গ্রামের মায়া বেগম (৪২)।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















