গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জনের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে এবং এ নিয়ে জেলায় সর্বমোট ৩৩৩ জনের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এই নতুন একজন হলেন গাজীপুর সদরের । অন্যদিকে জেলায় ৩৭ জন করোনা ভাইরাসমুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। গাজীপুর জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে নূতন করে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে সংযুক্ত হয়েছে ০৭ জন। এ নিয়ে মোট হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়াল ৪১৫১ জন যাদের মধ্যে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিন কোয়ারেন্টাইন শেষে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন ৩০৬৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে বর্তমানে কোন ব্যক্তি কোয়ারেন্টাইনে নেই। এ নিয়ে গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ৪২০০ জনের মধ্যে ছাড়া পেয়েছেন ৩১১৮ জন। নূতন করে ১৫ জন ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে যা পূর্বের সুস্থ হওয়া ১৭ জন সহ আইসোলেশনে রাখার মোট সংখ্যাকে ৩২ এ উন্নীত করেছে।
জেলা প্রশাসক গাজীপুরের করোনা পরিস্থিতি বিষয়ে আজ শনিবারের ( ২ মে ) আপডেট তথ্যে জানান , এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্তের জন্য গত ২৪ ঘন্টায় জেলায় ৯৮ টি নমুনাসহ মোট ২৮৪৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে গত ২৪ ঘন্টায় ০১ (এক) জন সহ সর্বমোট ৩৩৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৭ জন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত মৃতের সংখ্যা ০২ ( দুই )জন।
উল্লেখ্য , এ পর্যন্ত জেলায় ৩৩৩ জনের করোনা পজিটিভ শনাক্তের মধ্যে ১১৫ জন সদরের , ৯১ জন কালীগঞ্জের, ৭০ জন কাপাসিয়ার, ৩৪ জন কালিয়াকৈরের এবং ২৩ জন শ্রীপুর উপজেলার।




















