১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

অপুকে দুঃসময়ে ধৈর্য ধরার পরামর্শ আইভী’র

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • 157

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা অপু বিশ্বাসের। কিছুদিন আগে শাকিব খানের পাঠানো ভিডোর্স লেটারই তার অন্যতম কারণ। তবে দুঃসময়ে নায়িকার পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়ে যাচ্ছেন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জ ক্লাবে সোমবার রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অপু বিশ্বাসকে দুঃসময়ে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।

বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ক্লাবের সদস্যদের পাশাপাশি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও অপু বিশ্বাসসহ রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অপুকে সাহস যুগিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ব্যক্তি জীবনে অপু বিশ্বাস যদি স্বচ্ছ থাকেন তবে অপনাকে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। সত্যকে মেনে নিতে হবে, নিজের সঙ্গে প্রতারণা করা যাবে না। সত্য যত কঠিনই হোক তাকে প্রকাশ করতে হবে। সেটা যে ক্ষেত্রেই হোক। সামাজিক, রাজনৈতিক কিংবা ব্যক্তি জীবন। ধৈর্য ধারন করুন।’

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

অপুকে দুঃসময়ে ধৈর্য ধরার পরামর্শ আইভী’র

প্রকাশিত : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা অপু বিশ্বাসের। কিছুদিন আগে শাকিব খানের পাঠানো ভিডোর্স লেটারই তার অন্যতম কারণ। তবে দুঃসময়ে নায়িকার পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়ে যাচ্ছেন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জ ক্লাবে সোমবার রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অপু বিশ্বাসকে দুঃসময়ে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।

বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ক্লাবের সদস্যদের পাশাপাশি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও অপু বিশ্বাসসহ রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অপুকে সাহস যুগিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ব্যক্তি জীবনে অপু বিশ্বাস যদি স্বচ্ছ থাকেন তবে অপনাকে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। সত্যকে মেনে নিতে হবে, নিজের সঙ্গে প্রতারণা করা যাবে না। সত্য যত কঠিনই হোক তাকে প্রকাশ করতে হবে। সেটা যে ক্ষেত্রেই হোক। সামাজিক, রাজনৈতিক কিংবা ব্যক্তি জীবন। ধৈর্য ধারন করুন।’