নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।
তিনি বলেন, শনিবার রাতে জেলায় মোট তিনজনের করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে জেলার সদর উপজেলার নোয়াইন্ন ইউনিয়নের এক যুবক (২৫) ও হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী এবং একজন আয়া রয়েছেন। নতুন করে শনাক্তকৃতদের পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত ৮২ শয্যার অস্থায়ী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে। এছাড়া, তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে।
হাতিয়া উপজেলা মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নিজাম উদ্দিন বলেন, ‘গত ২৫ এপ্রিল হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৬ এপ্রিল সকালে নমুনাগুলো বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। এরআগে বেশ কয়েকজনের নমুনা রিপোর্ট আমাদের হাতে এসেছিল। ওইগুলো সব নেগেটিভ ছিল। শনিবার রাতে তিনজনের পজেটিভ আসে।
নোয়াখালীতে এ পর্যন্ত যেসব করোনা রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ছয়জন, সদরে দুইজন, সোনাইমুড়ীতে দুইজন, হাতিয়ায় দুইজন, সেনবাগে একজন ও কবিরহাটে একজন রয়েছেন। তাদের মধ্যে সোনাইমুড়ীতে এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রি মারা গেছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















