নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন। এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা পরিস্থিতি সমন্বয়কারী কর্মকর্তা ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে। মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬ জন। এরমধ্যে ৮০ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী রয়েছেন। তবে সুস্থ হয়েছেন ৫২ জন।
স্থানীয়রা বলেন, ‘যে সময় জোড়ালোভাবে লকডাউন কার্যকর করার কথা ঠিক সে সময় যেন অঘোষিতভাবে জেলার লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে।শহরের শিল্পাঞ্চলে ২৩২ গার্মেন্টস চালু করা হয়েছে। এতে জনসমাগম বেড়েছে। দোকানপাটও খুলতে শুরু করেছে।’
পুলিশ সুপার জায়েদুল আলম জানান, জেলায় ৪৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















