০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জে ঢাকা ফেরৎ এক চায়ের দোকানী করোনায় আক্রান্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ছাদুড়ারপুল ডাঙ্গাপাড়ায় ঢাকা শনিরআখড়া ফেরৎ এক চায়ের দোকানীর করোনা পজেটিভ আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে রবিবার সন্ধায়। এ নিয়ে কিশোরগঞ্জ উপজেলায় ৪জন করোনা পজেটিভ আক্রান্ত হলো।

করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ছাদুড়ারপুল ডাঙ্গাপাড়ার টন্না মামুদের ছেলে আব্দুল খালেক (৩৮) ৩০ এপ্রিল ঢাকা যাত্রাবাড়ীর শনিরআখড়া থেকে বাড়ী আসে। ১ মে তার নমুনা নিয়ে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার সন্ধায় তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃসফিমাহমুদ জানান, করোনা আক্রান্ত খালেককে রাতেই নীলফামারী জেলা হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হয়েছে। ডাঙ্গাপাড়ার ৮টি বাড়ী লকডাউন করা হয়েছে।

ওখানে ২৫জনকে হোম কোয়ারেইন্টানে রাখা হয়েছে। করোনা পজেটিভ আক্রান্ত খালেকের সাথে কথা হলে তিনি জানান, প্রায় ১৫ দিন থেকে করোনা উপসর্গ নিয়ে সে অসুস্থ্য। অনেক স্থানে যোগাযোগ করে চিকিৎসা করতে ব্যর্থ হওয়ায় ১৭ হাজার টাকা দিয়ে গাড়ী ভাড়া করে স্ত্রী ও সন্তান নিয়ে ৩০ এপ্রিল সে স্বশুরবাড়ী বাহাগিলি ইউপির দুড়া কুটিতে আসে।

পরে সে নিজ বাড়ীতে  এসে কোয়ারেইন্টানে থাকেন। শনিরআখড়ায় তিনি একটা চায়ের দোকান করে জীবিকানির্বাহ করছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

কিশোরগঞ্জে ঢাকা ফেরৎ এক চায়ের দোকানী করোনায় আক্রান্ত

প্রকাশিত : ১১:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ছাদুড়ারপুল ডাঙ্গাপাড়ায় ঢাকা শনিরআখড়া ফেরৎ এক চায়ের দোকানীর করোনা পজেটিভ আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে রবিবার সন্ধায়। এ নিয়ে কিশোরগঞ্জ উপজেলায় ৪জন করোনা পজেটিভ আক্রান্ত হলো।

করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ছাদুড়ারপুল ডাঙ্গাপাড়ার টন্না মামুদের ছেলে আব্দুল খালেক (৩৮) ৩০ এপ্রিল ঢাকা যাত্রাবাড়ীর শনিরআখড়া থেকে বাড়ী আসে। ১ মে তার নমুনা নিয়ে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার সন্ধায় তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃসফিমাহমুদ জানান, করোনা আক্রান্ত খালেককে রাতেই নীলফামারী জেলা হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হয়েছে। ডাঙ্গাপাড়ার ৮টি বাড়ী লকডাউন করা হয়েছে।

ওখানে ২৫জনকে হোম কোয়ারেইন্টানে রাখা হয়েছে। করোনা পজেটিভ আক্রান্ত খালেকের সাথে কথা হলে তিনি জানান, প্রায় ১৫ দিন থেকে করোনা উপসর্গ নিয়ে সে অসুস্থ্য। অনেক স্থানে যোগাযোগ করে চিকিৎসা করতে ব্যর্থ হওয়ায় ১৭ হাজার টাকা দিয়ে গাড়ী ভাড়া করে স্ত্রী ও সন্তান নিয়ে ৩০ এপ্রিল সে স্বশুরবাড়ী বাহাগিলি ইউপির দুড়া কুটিতে আসে।

পরে সে নিজ বাড়ীতে  এসে কোয়ারেইন্টানে থাকেন। শনিরআখড়ায় তিনি একটা চায়ের দোকান করে জীবিকানির্বাহ করছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ