ময়মনসিংহের ভালুকায় নতুন করে আরও ৪ জন কোভিট-১৯ সনাক্ত হয়েছে।
আক্রান্ত ৪ জনের এর মধ্যে ০২ জন উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ড্রাইভারপাড়ার ডেইলি ইয়ার্ন ডায়িং এর কর্মচারী স্বামী -স্ত্রী জাহিদুল (২১) ও অাসমা অাক্তার(২০) তাদের নিজ বাড়ি নরসিংদী। অন্য একজন ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের মৃত অাঃ ছামাদের স্ত্রী গৃহিনী কুলসুম অাক্তার (৫৫) ও অপরজন একজন শাহিনূর (৩০) বলে নিশ্চিত হওয়া গেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শাহিনূরের গ্রামের বাড়ি কোথায় জানা যায়নি। এ নিয়ে ভালুকা উপজেলায় ৫ জন কোভিট-১৯ রোগি সনাক্ত হলো তারমধ্যে একজনের মৃত্যু হয়েছে গতকাল রাতে।
৩ মে রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ চিকিৎসকসহ ৬ জন, ভালুকায় ৪, ঈশ্বরগঞ্জে ২, গফরগাঁওয়ে ১, হালুয়াঘাটে ১ এবং ফুলবাড়ীয়ার ১ জনসহ ময়মনসিংহ জেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।
ভালুকা উপজেলা সহকারি কমিশণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা নতুন ৪ জন রোগি কোভিট-১৯ পজেভিভ তা নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















