জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী ও তার মা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। গত ১ মে, ঐ শিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরের হট লাইনে ফোন করলে পরে তার ও তার আব্বু আম্মুর নমুনা নিয়ে যান স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার (৬ মে)স্বাস্থ্য অধিদপ্তর ওই শিক্ষার্থী ও তার আম্মুর করোনাভাইরাস পজিটিভ নিশ্চিত করে।
করোনাভাইরাস সংক্রমিত শিক্ষার্থী জানান, গত ১ সপ্তাহ ধরে জ্বর ও ছর্দি ছিল এবং আজ বুধবার তাদের করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তারা নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে আছেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, জগন্নাথের এক শিক্ষার্থীর করনায় আক্রান্ত হওয়ার খবর শুনেছি। আমরা তার খোঁজখবর নিচ্ছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছি। সে মিরপুরে তার পরিবারের সাথে আছে।তবে তাদের আইসোলশনে নিবে কিনা এখনও পর্যন্ত জানায় নি স্বাস্থ্য অধিদপ্তর। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদেরকে জানানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো একজন শিক্ষার্থী কভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলো এবং তিনি পরবর্তীতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।




















