নরসিংদী জেলা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হলে সেখান থেকে রিপোর্ট আসে মাধবদীর বিরামপুর এলাকার ৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এতে মাধবদী এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। করোনায় আক্রান্ত ৪ জনই মাধবদী বিরামপুর নিবাসী হারুন অর রশিদের পরিবারের সদস্য।
০৯ মে শনিবার, দুপুরে নরসিংদী সদরউপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া বাড়িটি পরিদর্শন করে। এসময় আক্রান্ত লোকজনের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদের কে অভয় দিয়ে বলেন আপনারা সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধিমেনে চললে দ্রুতই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
করোনায় আক্রান্ত হলে কিভাবে থাকতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। কোন প্রকার সমস্যা হলে দ্রুত জেলা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন। এসময় বাড়ির আশেপাশে বসবাসরত লোকজনকে সতর্কতার সাথে চলাফেলা করতে আহবান জানান।
বাড়িটি লকডাউন ঘোষণা করে দেয়ালে স্টিকার লাগিয়ে দেওয়া হয় জনগণের সচেতনতার স্বার্থে । এসময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার ২নং ওয়ার্ড দলনেতা ইয়াছিন ভূইয়া, মাধবদী ৪নং ওয়ার্ডে ভিডিপি দলনেতা সুমন পাল প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















