সারাদেশে যখন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। উৎকন্ঠায় কাটছে নাগরিক জীবন। কঠিন এ পরিস্থিতির মধ্যে নিজের জীবন বাজি রেখে ডামুড্যা উপজেলার জনগণকে নিরাপদ রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
তিনি ডামুড্যা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ছোট বড় হাটবাজারে এবং বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মাইকিং করে জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতক রতে আদেশকরেন।
জনগণকে ঘরমূখি করে রাখতে চালিয়ে যাচ্ছেন নানা মূখি তৎপরতা ও সরকারী নির্দেশনায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে নিয়মিত মনিটরিং, অসাধুব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৯৩টি মামলা এক লক্ষচুয়ান্ন হাজার একশত টাকা জরিমানা করে সরকারী কোষাগারে জমা করেন।
তিনি ফোন পেলে অসহায় মধ্যবিত্ত ও নিম্মবিত্ত মধ্যবিত্ত পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌছে দেন। তেমনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক
ডাঃ ফাতেমা মাহজাবীন দিনরাত অত্র উপজেলার মানুষকে মুঠোফোনের মাধ্যমে বিনা ভিজিটে চিকিৎসা সেবা দিয়েযাচ্ছেন। তাই দেশের এই ক্লান্তিলগ্নে ডামুড্যা উপজেলাবাসীর ভরসাস্থল হয়ে উঠেছে এই দম্পতি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















