০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু নমুনা সংগ্রহ স্বাস্থ্য বিভাগের

ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে অমিত হাসান নামের (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অসিত হাসান গাংনী উপজেলার আযান গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

আজ রবিবার ভোররাতের দিকে তার নিজ বাড়িতে মারা যান তিনি। এদিকে যুবকের মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় ইউপি সদস্য জাফর আলী পারিবারিক সূত্রের বরাত দিয়ে  জানান, সে গত কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর ও কাশিতে ভুগছিলেন।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে যান।

গাংনী থানার ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, সীমিত সংখ্যক মুসল্লীনিয়ে জানাজা পড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ও্ই পরিবারটিকে। অল্প সংখ্যক মুসল্লী নিয়ে বেলা ১২ টার দিকে তার দাফন সমপন্ন হয়েছে বলে জানান তিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, অমিত হাসান এর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর করুণা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হওয়া যাবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু নমুনা সংগ্রহ স্বাস্থ্য বিভাগের

প্রকাশিত : ০২:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০

ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে অমিত হাসান নামের (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অসিত হাসান গাংনী উপজেলার আযান গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

আজ রবিবার ভোররাতের দিকে তার নিজ বাড়িতে মারা যান তিনি। এদিকে যুবকের মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় ইউপি সদস্য জাফর আলী পারিবারিক সূত্রের বরাত দিয়ে  জানান, সে গত কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর ও কাশিতে ভুগছিলেন।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে যান।

গাংনী থানার ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, সীমিত সংখ্যক মুসল্লীনিয়ে জানাজা পড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ও্ই পরিবারটিকে। অল্প সংখ্যক মুসল্লী নিয়ে বেলা ১২ টার দিকে তার দাফন সমপন্ন হয়েছে বলে জানান তিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, অমিত হাসান এর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর করুণা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হওয়া যাবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান