করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়ায় গ্রামের বাড়িতে আসার দ’ুদিন পর বিশ^জিৎ রায় চৌধুরী (৫০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তিনি মারা যান। সে উপজেলার চোরখালি গ্রাম্রে নির্মল রায়ের ছেলে।
স্থানীয় প্রশাসন ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ^জিৎ রায় চৌধুরী ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। তিনি জ্র, শ্বাসকষ্ট ও গলাব্যাথায় আক্রান্ত হয়ে দুদিন আগে (৮ এপ্রিল) বাড়িতে আসেন। করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পর তাকে আলাদা একটি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হলে শনিবার রাতে তিনি মারা যান এবং রোববার সকালে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি জানতে পান। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমৃকর্তা ডা. কাজল মল্লিক বলেছেন, শনিবার দুপুরে বিশ্বজিতের ঘটনাটি তাকে জানানো হলে তিনি তাকে কালিয়া হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তা তার পরিবারের লোকজন আমলে নেয়নি। তাই রোববার সকালে তার নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু তার আগেই রোববার সকালে তার মৃত্যুর খবর পেয়ে তিনি স্থানীয় প্রশাসনের সহায়তায় তার লাশ দাহ করাসহ নমুনা সংগ্রহ করেছেন।
কালিয়া ইউএনও মো. নাজমুল হুদা বলেছেন, মৃত বিশ^জিৎ রায় চৌধুরী করোনায় আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার মধ্য দিয়ে তার লাশ সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। এবং মৃত বিশ্বজিতের পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















